বুড়িচংয়ে কাব স্কাউট ইউনিট লিডারদের ৫ দিন ব্যাপী বেসিক কোর্স সম্পন্ন

সিটিভি নিউজ।।    সৌরভ মাহমুদ হারুন।।   বাংলাদেশ স্কাউটস কুমিল্লার বুড়িচং   উপজেলা শাখার ব্যবস্থাপনায় কাব স্কাউট   ইউনিট লিডারদের ৫ দিন ব্যাপী বেসিক   কোর্স গত শনিবার রাতে বুড়িচং   আরাগ আনন্দ পুর উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে।   এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার   মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন। বিশেষ   অতিথি হিসেব ছিলেন উপজেলা মাধ্যমিক   শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা   শিক্ষা অফিসার রওশন আরা, বুড়িচং আনন্দ   পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক একেএম আমিনুল ইসলাম। বাংলাদেশ  স্কাউটস কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার  কমিশনার মো. মিজানুর রহমান খানের  সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ  স্কাউটস কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার  সম্পাদক মো. লিলু মিয়া বিএসসি।কোর্স পরিচালকের দায়িত্বে ছিলেন মো.  ওহায়িদুল্লাহ সরকার। বক্তব্য রাখেন স্কাউটস   লিডার কামরুজ্জামান, সফিকুল ইসলাম
ভুইয়া, প্রধান শিক্ষক আ: রশীদ, মো.
জামশেদুল আলম ভুইয়া, প্রধান শিক্ষক আলী
আকবর, প্রধান শিক্ষক কাইয়ুম খান,
প্রধান শিক্ষক মোসলেহ উদ্দীন, সহকারি
প্রশি মো. জামাল হোসেন, স্কাউটার মো.
মুজিবুর রহমান, প্রধান শিক্ষক কাজী রুহুল
আমিন, মো. আলমগীর হোসেন। এসময়
বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ের কাব স্কাউট
ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন। প্রধান
অতিথি তাঁর বক্তব্যে স্কাউটের সার্বিক
দিক বিবেচনা করে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও
কাব লিডারদের তদানুযায়ী তাদের বিদ্যালয়ে
স্কাউটস নেতৃত্ব যাতে গড়ে উঠে সে
লক্ষ্যে কাজ করার আহবান জানান। পরে তাবু
জলসাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে
অনুষ্ঠানের যবনিকা টানা হয়।

ক্যাপশন:
বুড়িচংয়ে কাব স্কাউট ইউনিট লিডারদের
৫ দিন ব্যাপী বেসিক কোর্স সমাপনী
দিনে বক্তব্য রাখছেন ইউএনও মোছাম্মৎ
সাবিনা ইয়াছমিন। ছবি: বুড়িচং
প্রতিনিধি।

সংবাদ প্রকাশঃ  ১৫১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ