বুড়িচংয়ে আবহাওয়া বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।      আক্কাস আল মাহমুদ হৃদয়।। বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।===
কুমিল্লার বুড়িচং উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
 প্রশিক্ষণে বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়নের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
(১১ জুন ২০২২) শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রধান আলোচক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন। প্রশিক্ষক হিসাবে আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. আফরিণা আক্তার ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বানিন রায়।
প্রশিক্ষণে কৃষকদের মাঝে আবহাওয়া, জলবায়ু, কৃষি আবহাওয়া, আবহাওয়া পূর্বাভাস প্রাপ্তির পদ্ধতি সমূহ, পরিবর্তনশীল জলবায়ুর সাথে কৃষিকে খাপ খাওয়ানো উপায়  ইত্যাদি বিষয়ে ধারণা দেয়া হয়। কৃষকদের সাথে থাকা এন্ড্রয়েড ফোনে বামিস পোর্টাল এপস ইনস্টল করে জেলা বুলেটিন থেকে আবহাওয়ার পূর্বাভাস বের করার পদ্ধতি হাতে কলমে শেখানো হয়। তাছাড়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি বিষয়ক করণীয় সিদ্ধান্ত বিষয়ে কৃষকেরা হাতে কলমে দুটি অনুশীলন করেন। বর্তমান সময়ে প্রকৃতিক নানা দুর্যোগ ও আবহাওয়াগত পরিবর্তনের কারণে মাঠের ফসল নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। কৃষি আবহাওয়া পরামর্শ সেবা গ্রহণের মাধ্যমে ক্ষয় ক্ষতির ঝুঁকি কমে আসবে বলে সকলে আশা প্রকাশ করেন।সংবাদ প্রকাশঃ  ১৫-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ