বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর এক পরিবারকে প্রাণনাশের হুমকি!

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন      বুড়িচং  প্রতিনিধি।। ==========
কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের লোহাইমুড়ি গ্রামের দক্ষিণপাড়ার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলামের পরিবারকে মেরে লাশ গুম করার হুমকি দিচ্ছে প্রতিপক্ষ। এ বিষয়ে প্রতিপক্ষ মৃত: সুরুজ মিয়ার ছেলে আব্দুল বারেক ও তার ছেলে মোঃ সোহেল, মৃত: কাজী আব্দুল মালেকের ছেলে কাজী আহাম্মদ ও কাজী সোনা মিয়ার ছেলে কাজী জিলানীর বিরুদ্ধে বুড়িচং থানাতে একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্র ধরে সরেজমিনে গিয়ে জানা যায়,অবসরপ্রাপ্ত সেনাবাহিনী জহিরুল ইসলামের বাড়ির উঠানের রাস্তাকে কেন্দ্র করে  দখলীয় জায়গা থেকে বঞ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছে অভিযুক্ত ব্যক্তিরা। এর সূত্র ধরেই কয়েকবার পরিবারের উপর নির্যাতন ও  হামলা করার অপরাধে গ্রাম্য সালিস বসার পরেও কোনো সমাধান হয়নি।ওই সেনা সদস্যের নিজ জায়গাতে সেচ্ছায় চলাচলের রাস্তা দেওয়ার পরেও তাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।
অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জরিরুল ইসলাম জানান,অভিযুক্ত ব্যক্তিরা উশৃঙ্খল প্রকৃতির লোক এবং সোহেল ছেলেটা মাদক ব্যবসার সাথে জড়িত। আমার বাড়ির উঠান দিয়ে নিশীরাতে অবৈধ মাদক নিয়ে সিএনজি দিয়ে আসা যাওয়া করে। প্রায় সময় মাদক সেবন করে মাতাল হয়ে বউ-বাচ্চাকে আবল-তাবল বলে থাকে।কিছু বলতে গেলে আক্রমণ চালানো চেষ্টা করে।বাড়ির সামনে একটি সিএনজি রেখে বলে তোদের লাশ এই সিএনজি দিয়ে যাবে।তাদের ভয়ে আতঙ্কে রয়েছে আমার পুরো পরিবার।এ বিষয়ে বুড়িচং থানাতে অভিযোগ করলে পুলিশ এসে পরিদর্শন করে যায়।
অভিযুক্ত ব্যক্তি প্রতিপক্ষ সোহেল ও অন্যান্যরা বলেন, জহিরুল ইসলাম আমাদেরকে না জানিয়ে শতবছরের রাস্তা বন্ধ করে দিচ্ছে। অন্যদিক দিয়ে রাস্তা করে দেওয়ার আগে আমাদের সকলের সাথে পরর্মশ করার দরকার ছিলো কিন্তু কোনো পরমর্শ করে নাই।
এ বিষয়ে স্থানীয় ইউপি মহিলা মেম্বার নাজমা আক্তার জানান, এলাকাবাসীকে নিয়ে সালিশি বৈঠক বসেও তাদের বিরোধ সমাধানের চেষ্টা করি এবং নির্দেশা অমান্য ভঙ্গ করে আবার তাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি হয়।
এসময় তিনি প্রতিনিধির মাধ্যমে প্রশসানের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবী জানান ভুক্তভোগী পরিবার।সংবাদ প্রকাশঃ  ২৪-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ