বুড়িচংয়ের কালিকাপুরে  ভারতে পবিত্র কোরআনের আয়াত বাতিল ও শ্রীলংকায় ইসলামী পোষাক – শিক্ষা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ ।।    সংবাদদাতা  ।। কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআনের  আয়াত বাতিলে ভারতের আদালতে রিটের ও শ্রীলংকায় ইসলামী পোষাক, শিক্ষা নিয়ে ষড়যন্ত্র বন্ধের প্রতিবাদে আহলে সুন্নাত  ওয়াল  জমা’আত  বাকশীমূল ইউনিয়ন শাখার উদ্যােগে সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে এক প্রতিবাদ সভা ও  বিক্ষোভ মিছিল গতকাল  ১৯ মার্চ, শুক্রবার বাদ আছর কালিকাপুর বাজারে অনুষ্ঠিত হয়।
ফকির বাজার  ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা  কাজী মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে  অনুষ্ঠিত  হয়। এসময়ে বক্তারা বলেন, বিশ্বের মুসলমানরা পবিত্র  কোরআনের  একটি  হরফের পরিবর্তন ও সহ্য করবে না। কোরআনের ২৬ টি আয়াত বাতিল চেয়ে  ভারতের উচ্চ  আদালতে করা রিটের এবং শ্রীলংকায় ইসলামী  পোশাক ও ধর্মীয় শিক্ষা বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা  মোহাম্মদ  গোলাম মোস্তফা,  জাতীয় পাটি বুড়িচং উপজেলা সভাপতি  মোঃ জসিম উদ্দিন মাষ্টার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক কলামিস্ট  গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, গাউছিয়া কমিটি  বুড়িচং উপজেলা সহসভাপতি  মাওলানা  মোঃ  তাজুল ইসলাম ভূইয়া, কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম  মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম, শাহপুর দরবার শরীফের  পক্ষে মাওলানা  মোঃ  মুমিনুল ইসলাম,  জঙলবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা কাজী ফখরুদ্দিন, বারিয়া দরবার শরীফের পক্ষে মাওলানা মোঃ মোতাহের হোসেন। জাআল হক ইসলামী কাফেলা বুড়িচং সভাপতি
মাওলানা মোঃ মাহবুব রেজা কাদরীর পরিচালনায় আরো বক্তব্য আনন্দপুর হযরত সালাম শাহ রহঃ জামে মসজিদের  ইমাম হাফেজ মাওলানা মোঃ  সিরাজুল ইসলাম  , মাওলানা  রাকীব রেজা, কোদালিয়া  জামে মসজিদ, মাওলানা মোঃ মাহবুবুর রহমান গদানগর, পানুয়া দরবার শরীফের পক্ষে  মুমিনুল ইসলাম, শ্রীমন্তপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ খায়রুল ইসলাম, মাওলানা হাফেজ  আমির হামজা শাহপুরী ও মাওলানা  মোঃ  মাহবুবুর রহমান। -প্রেসবিজ্ঞপ্তি।।সংবাদ প্রকাশঃ  ১৯২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email