বিশিষ্ট আলেমেদ্বীন সৈয়দ আহমদের জানাযা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

সিটিভি নিউজ।।   মোঃ আলমগীর হোসেন- সংবাদদাতা জানান ==
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, হাজারো ছাত্র, শিক্ষকের উস্তাদ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সৈয়দ আহমদ গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। বুধবার সকাল সাড়ে দশটায় মরহুমের নিজ গ্রামস্থ বরল্লা উচ্চ বিদ্যালয় মাঠে নাথেরপেটুয়া ফাযিল মাদরসার মুহাদ্দিস মাওলানা শামছুল আলমের ইমামতিতে তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। জানাযায় আলেম-উলামা, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাযা নামায পূর্ব টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এম.পি। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাওলানা সৈয়দ আহমদের মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট আলেমেদ্বীনকে হারিয়েছি। তাঁর অভাব অপূরণীয়। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জাকির হোসেন, লাকসাম উপজেলা যুবলীগের অন্যতম নেতা মনিরুল ইসলাম রতন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরন, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাস্টার রহুল আমিন, নাথেরপেটুয়া ফাযিল মাদরাসর অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, বিপুলাসার ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, লক্ষণপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ সানাউল্লাহ বাশারী, মোকারা ফাযিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মোবারক হোসেন, সোনাকান্দা ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন, স্থানীয় সমাজসেবক ও রাজনীতিক মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ, মরহুমে একমাত্র ছেলে আবু নোমান প্রমুখ। উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শোক প্রকাশ করেন, লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ কর্ণেল (অব.) আনোয়ারুল আজিম, দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রিয় সদস্য আলহাজ¦ সেলিম মাহমুদ, নাথেরপেটুয়া কেন্দ্রিয় জামে-মসজিদের খবিত মাওলানা রাশেদুল ইসলাম, নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার নাজির আহমদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। জানা যায়, মাওলানা সৈয়দ আহমদ নাথেরপেটুয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসায় অধ্যক্ষ হিসেবে প্রায় ৬৫ বছর দায়িত্ব পালন করেছিলেন। তিনি মাদরাসাটির উন্নয়নের দিনরাত এক করে কাজ করেছিলেন। মাদরাসাটির সাথে তাঁর এতই সম্পর্ক ছিল মানুষ ভাবতো মাওলানা সৈয়দ আহমদ আর নাথেরপেটুয়া ফাযিল মাদরাসা এক ও অভিন্ন কিছু! বুধবার তাঁর জানাযায় প্রায় দশ সহ¯্রাধিক মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে, তিনি কতটা ন্যায়নিষ্ঠ ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। মাওলানা সৈয়দ আহমদ মৃত্যুকালে একমাত্র ছেলে, স্বজন-শুভাকাঙ্খী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সংবাদ প্রকাশঃ  ১৯১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ