বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের কমিটি গঠিত 

সিটিভি নিউজ।।     প্রেস বিজ্ঞপ্তি।। সেপ্টেম্বর ৩০ (সেন্ট্রাল আলবার্টা ) কানাডা : বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের এক ভার্চুয়াল সভা আজ সকালে অনুষ্ঠিত হয়. এতে সভাপতিত্ব করেন বাংলাদেশে ৮০ এর দশকের তৃণমূল মানবাধিকার ও সাংবাদিক আন্দোলনের
অন্যতম  সংগঠক বর্তমানে কানাডা প্রবাসী  সাংবাদিক মুক্তিযোদ্বা দেলোয়ার জাহিদ।
আলোচনায় অংশ গ্রহন করেন : খায়রুল আহসান মানিক, মোঃ ফিরোজ মিয়া, এএসএম শামসুল হাবিব, এসরার জাহিদ ও  সাইফুর হাসান। আলোচকবৃন্দ  নর্থআমেরিকা ও বাংলাদেশের একটি শক্তিশালী সাংবাদিক সংগঠন হিসেবে বাংলাদেশ নর্থ
আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ককে গড়ে তুলতে মিডিয়া পেশাদারদের প্রতিনিধিত্ব, আন্তর্জাতিক সাংবাদিক ও ট্রেড ইউনিয়ন আন্দোলনের সাথে সংযোগ, সাংবাদিকদের প্রশিক্ষণ, ন্যায্য বেতন, নিরাপদ ও শালীন কর্মপরিবেশ, শ্রম ও মানবাধিকার রক্ষা,
 বৈষম্যরোধ এবং অসহিষ্ণুতা ও সংঘাতের বিরুদ্বে লড়াই করার  উপর জোর দেন ।
সভায় সর্বসম্মতিতে ২০২২-২০২৪ সালের জন্য বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের একটি কমিটি গঠিত হয়. এতে দেলোয়ার জাহিদ কে সভাপতি, সহ-সভাপতি:  নজরুল ইসলাম বাবুল, (যুক্তরাষ্ট্র) সহ-সভাপতি:  খায়রুল আহসান
মানিক(ইউএনবি/এটিএন ) সম্পাদক : মোঃ ফিরোজ মিয়া  (দৈনিক ভোরের সূর্যোদয়) : যুগ্ম সম্পাদক এএসএম শামসুল হাবিব, (দৈনিক যুগান্তর) স্পোর্টস : এসরার জাহিদ(এএনবি) কার্যনির্বাহী সদস্য: সাইফুর হাসান (এসকেনিউজ/আইটি এডমিন).
সভার সভাপতি দেলোয়ার জাহিদ বলেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উর্ধ্বে উঠে বিএনজেনেট এর কাঠামো, নীতি এবং কর্মসূচির মাধ্যমে মানবাধিকার, গণতন্ত্র এবং মিডিয়ার বহুত্ববাদ রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বৈষম্য ও সংঘাতের বিরুদ্ধে কাজ করবে।সংবাদ প্রকাশঃ  ০১-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ