বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মনোহরগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিটিভি নিউজ।।    মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।==
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ ডিসেম্বর) বিকেলে মনোহরগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী আরমান, আমজাদ হোসেন মানিক, আবদুল আহাদ রনি, আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ রাজু, সাংগঠনিক সম্পাদক আবু জাহের, জহিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের দুই সহস্রাধিক নেতাকর্মী। মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মনোহরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘১৯৭৫ সালে যারা বাঙালীর মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে, বর্তমানে তাদের উত্তরসুরীরাই কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মত জঘন্য অপরাধ করেছে। তারা ধর্মকে অপরাজনীতির হাতিয়ার বানিয়ে সরলমনা বাঙালী জাতিকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এ সমস্ত ধর্মবণিকদের শক্ত হাতে প্রতিহত করতে ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।’ বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতার মহান স্থপতিকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অবিস্মরনীয় করে রাখতেই দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং প্রতিকৃতি নির্মাণ করে বর্তমান সরকার। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে বস্তুতপক্ষে কোটি কোটি মুজিবপ্রেমীর অন্তরে আঘাত করেছে পঁচাত্তরের মীর জাফরের প্রেতাত্মারা। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগ সদা প্রস্তুত বলে প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।’সংবাদ প্রকাশঃ  ০৭১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   
(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ