প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পড়েই স্বীকৃতি স্বরূপ পদক নেবেন সেলিমা আহমাদ এমপি

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি: জানান =========
কুমিল্লার হোমনা’র কৃতি সন্তান অর্থনীতি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
শনিবার ৬ আগস্ট বিকাল ৫ টার দিকে এই উপলক্ষে হোমনা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে স্থানীয় এমপি’র রাজনৈতিক কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপি।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি অনেক পুরস্কার ও পদক পেয়েছি। কিন্তু বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক শুধু সম্মানের নয় এ পুরস্কার আমার জন্য অত্যন্ত আবেগের ও মর্যাদার। ৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুর্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার প্রদান করবেন। আমি  প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া  উপহার শাড়ি পড়েই এ পদক গ্রহণ করবেন।
শাড়ি সম্পর্কে সেলিমা আহমাদ এমপি বলেন, একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই শাড়িটি পড়ে টিভিতে উপস্থিত হয়েছিলেন সেটি আমার খুব পছন্দ হয়েছিল। টিভিতে দেখেই আমি এসএমএস করেছিলাম যে আপা শাড়িটি খুব সুন্দর। আমি এই শাড়িটি চাই। ছয় মাস পরে প্রধানমন্ত্রী সেই শাড়িটিই আমাকে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছিলে। তিনি আরো বলেন, আমার হোমনা-তিতাস এলাকার অর্থনীতির চাকা যেভাবে ঘোরার কথা ছিল করোনার জন্য সে চাকাটা আমার স্বপ্ন ও পরিকল্পনা অনুযায়ী ঘোরাতে পারিনি। বঙ্গমাতা সম্পর্কে বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব একজন সাধারণ নারী হয়েও ছিলেন অসাধারণ। বঙ্গবন্ধুকে তিনি প্রতিটি কাজে সহযোগিতাই করেননি সহকর্মীর মতো বুদ্ধি পরামর্শও দিতেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ,

আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান খন্দকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ ব্যাপারী, তাঁতীলীগের সভাপতি কবির হোসেন ও ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ  ০৭-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email