প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিটিভি নিউজ।।     মোঃ আবদুল আলীম খান।। সংবাদদাতা জানান ====
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক ছাত্রলীগ ও সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদে সারাদেশে বৃহত্তর সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার বিকালে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল বারী’র পরিচালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা সারোয়ার খান ও মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু। উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সরকার, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারন সম্পাদক গাজী আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এডভোকেট আব্দুল আলীম খান, সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল ও কাশেম মেম্বার, আলী আহাম্মদ মেম্বার, শশীদল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছাদেক আহাম্মদ, সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আবু ছাইদ, উজ্জল কুমার রায়, এণামুল হক সুমন, নজরুল ইসলাম সুমন, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খোরশেদ, আতাউর রহমান, কাজী রফিকুল ইসলাম মাষ্টার, রোটা: কবির আহাম্মদ, ইব্রাহীম আমিন, ছাত্রলীগ নেতা আবু কাউছার দীপু ও এণামুল হক মনি, তারেক সরকার। এসময় বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, অচিরেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সংবাদ প্রকাশঃ  ০৪-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ