নেতৃত্ব তৈরী ও গনতন্ত্র চর্চা শুরু হোক প্রাথমিক বিদ্যালয় থেকেই  –ইউ এন ও হালিমা খাতুন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং থেকে।।============
২ জুন( বৃহস্পতিবার) কুমিল্লার বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস (কাউন্সিল) নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে গুলো থেকে যোগ্য নেতৃত্ব তৈরির করার  জন্য স্টুডেন্ট কাউন্সিল এর মাধ্যমে ছাত্র -ছাত্রীদের মধ্য থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি বের করে আনার জন্য  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত হয়ে আসছে। উক্ত নির্বাচন
পরিদর্শন  করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
  এসময় সহকারী কমিশনার  ( ভুমি ) জনাব ছামিউল ইসলাম,  উপজেলা শিক্ষা অফিসার জনাব রওশন আরা,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু মোতালেব, স্কুলের প্রধান শিক্ষকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নির্বাচন এর সার্বিক পরিবেশ নিয়ে নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন  সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন  নেতৃত্ব তৈরি ও গণতন্ত্র চর্চার বিকাশ শুরু হোক ছোট থেকেই। সফলতা কামনা করছি সকল স্টুডেন্টস কাউন্সিলরদের। দুপুর তিনটার দিকে ফলাফল গননা করে  ১৬(ষোল) জন প্রার্থী থেকে ৭ ( সাত)জনকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচিত ছাত্র/ ছাত্রী প্রতিনিধিরা হলেন ১।জান্নাতুল মালিয়াত তোহা ৫ম শ্রেণী,২।সামশূন নাহার তানহা ৫ম শ্রেণী।৩।ইরফান হাসান ৫ম শ্রেণী ৪।মোঃ আল আনাছ শান্ত ৪র্থ শ্রেণী ৫। মোঃ সাইমন হাসান ৪র্থ শ্রেণী ৬।মোঃ তামিম ভূইয়া ৩য় শ্রেণী ৭।সাইকা আহমেদ ৩য় শ্রেনী।সংবাদ প্রকাশঃ  ০৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email