নেচে-গেয়ে পালিত হলো আদিবাসী সম্প্রদায়ের ঐত্যিবাহী কারাম উৎসব

সিটিভি নিউজ ।।     মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : নেচে গেয়ে পালিত হলো আদিবাসী সম্প্রদায়ের ঐত্যিবাহী কারাম উৎসব। আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর উত্তরের সমতল ভূমির আদিবাসীরা এই কারাম উৎসব পালন করে আসছেন। শনিবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ঁ ইউনিয়নের দেওয়ানপুর আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কারাম উৎসব পালন করেছেন আদিবাসী সম্প্রদায়। দেওয়ানপুর সাংস্কৃতিক চর্চা উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের ২৭টি নৃত্যের দল অংশ নেয়। কারাম উৎসবে তারা তাদের নিজেদের ভাষা, সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরেন। কারাম একটি গাছের নাম। আদিবাসী বিভিন্ন জাতি গোষ্ঠির মানুষের কাছে এটি একটি পবিত্র গাছ। মঙ্গলেরও প্রতীক। পূজার সময় আদিবাসী দুই ভাই ধর্মা ও কর্মার জীবনী তুলে ধরা হয়। তারা বিশ্বাস করেন ধর্ম পালন করায় ধর্মা রক্ষা পান সকল বিপদের হাত থেকে। আর কর্মা ধর্ম পালন না করায় তার ক্ষতি হয়।
কারামডাল অস্থায়ী মন্ডপে পুঁতে রেখে পূজা-অর্চনা আর নাচ-গান ও কিচ্ছা বলার মধ্য দিয়ে প্রতি বছর কারাম উৎসব পালিত হয়।এ সময় পুরো এলাকা আদিবাসীসহ সকল সম্প্রদায়ের মানুষের মিলন মেলায় পরিণত হয়। পূজা শেষে পরদিন কারাম ডাল উঠিয়ে গ্রামের তরুণ-তরুণীসহ সব বয়সের নারী-পুরুষ নেচে গেয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে পুকুরে জল বিসর্জন দেন।আদিবাসীরা এ কারাম উৎসবের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন। এ উৎসবে আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক দল তাদের নাচ-গান পরিবেশন করেন।
দেওয়ানপুর আদিবাসী সাংস্কৃতিক চর্চা উন্নয়ন কেন্দ্রের সভাপতি যোগেস উরাও”র সভাতিত্বে হিসাবে উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান অনুকুল সাহা বুদু,হাতুড় ইউনিয়নের নৌকার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন,আওয়ামীলীগ নেতা হাজী সাত্তার,বরকত দেওয়ানপুর আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহিন,স্থানীয় আদিবাসী নেতা কর্মি প্রমুখ।#

সংবাদ প্রকাশঃ  ১৬-১০-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)