নাসিক নির্বাচন : বিএনপির ১১, আ’লীগের ১৩, জাপা ১, বাসদ ১ ও দলনিরপেক্ষ ১

সিটিভি নিউজ।।      সংরক্ষিত ওয়ার্ডে ৩টিতে বিএনপি, ৪টিতে আ’লীগ, ২টিতে জাপা কাউন্সিলর নির্বাচিত
সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ ১৪টিতে, বিএনপি ১১টিতে, জাতীয় পার্টি ১টিতে, বাসদ ১টিতে এবং দল নিরপেক্ষ ভাবে ১ জন নির্বাচিত হয়েছেন। আর সংরক্ষিত ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ ৪, বিএনপি ২, জাতীয় পার্টি ২টিতে এবং দল নিরপেক্ষ হিসেবে ১ জন নির্বাচিত হয়েছেন।
সাধারণ ওয়ার্ডে নির্বাচিতরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে আনোয়ার ইসলাম (আ’লীগ), ২ নম্বর ওয়ার্ডে ইকবাল হোসেন (বিএনপি), ৩ নম্বর ওয়ার্ডে শাহ জালাল বাদল (আ’লীগ), ৪ নম্বর ওয়ার্ডে নূর উদ্দিন মিয়া (বিএনপি), ৫ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ সাদরিল (বিএনপি), ৬ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি (আ’লীগ), ৭ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান খান (আ’লীগ), ৮ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা (আ’লীগ), ৯ নম্বর ওয়ার্ডে ইস্রাফিল প্রধান (আ’লীগ), ১০ নম্বর ওয়ার্ডে ইফতেখার আলম খোকন (আ’লীগ), ১১ নম্বর ওয়ার্ডে অহিদুল ইসলাম ছক্কু (বিএনপি), ১২ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাসেম শকু (বিএনপি), ১৩ নম্বর ওয়ার্ডে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ (বিএনপি), ১৪ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনির (আ’লীগ), ১৫ নম্বর ওয়ার্ডে বাসদের অসিত বরণ বিশ^াস, ১৬ নম্বর ওয়ার্ডে দল নিরপেক্ষ মো: রিয়াদ হাসান, ১৭ নম্বর ওয়ার্ডে আব্দুল করিম বাবু (আ’লীগ), ১৮ নম্বর ওয়ার্ডে কামরুল হাসান মুন্না (আ’লীগ), ১৯ নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান চেধুরী (আ’লীগ), ২০ নম্বর ওয়ার্ডে শাহেন শাহ আহমেদ (বিএনপি), ২১ নম্বর ওয়ার্ডে মো: শাহিন মিয়া (বিএনপি), ২২ নম্বর ওয়ার্ডে সুলতান আহমেদ ভুইয়া (বিএনপি), ২৩ নম্বর ওয়ার্ডে আবুল কাওসার আশা (বিএনপি), ২৪ নম্বর ওয়ার্ডে আফজাল হোসেন (জাপা), ২৫ নম্বর ওয়ার্ডে এনায়েত হোসেন (বিএনপি), ২৬ নম্বর ওয়ার্ডে সামছুজ্জোহা (আ’লীগ) ও ২৭ নম্বর ওয়ার্ডে মো: সিরাজুল ইসলাম (আ’লীগ) নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত ৯টি ওয়ার্ডে জয়ী যারা
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর (১,২,৩) ওয়ার্ডে আওয়ামী লীগের মাকসুদা মোজাফফর (আ’লীগ), ২ নম্বর (৪,৫, ৬) ওয়ার্ডে মনোয়ারা বেগম (আ’লীগ), ৩ নম্বর ( ৭, ৮, ৯) ওয়ার্ডে মহানগর মহিলাদলের সদস্য আয়শা আক্তার দিনা (বিএনপি), ৪ নম্বর (১০, ১১, ১২) ওয়ার্ডে আওয়ামী লীগের মিনোয়ারা বেগম (আ’লীগ), ৫ নম্বর (১৩, ১৪, ১৫) ওয়ার্ডে জাতীয় পার্টির শারমিন আক্তার বিন্নি (জাপা), ৬ নম্বরে (১৬, ১৭, ১৮) নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা হাসানের স্ত্রী আফসানা আফরোজ বিভা (বিএনপি), ৭ নম্বর (১৯, ২০, ২১) নম্বর ওয়ার্ডে শিউলী নওশাদ (জাপা), ৮ নম্বর (২২, ২৩, ২৪) ওয়ার্ডে শাওন অঙ্কন (বিএনপি) এবং ৯ নম্বর (২৫,২৬,২৭) ওয়ার্ডে সানিয়া আক্তার (আ’লীগ) নির্বাচিত হয়েছেন।

সংবাদ প্রকাশঃ  ১৭-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ