নাসিক নির্বাচনের প্রথম চমক তৈমূরের পাশে সাবেক আ’লীগের এমপি এস এম আকরাম

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যাডভোকেট তৈমূর আলমের পক্ষে মাঠে নামলেন আলোচিত রানীতিক সাবেক সংসদ সদস্য এস এম আকরাম। আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে এযাবতকালের এটি বড় চমক বলে মনে করছেন নগরবাসী।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা আ’লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এস এম আকরামকে নিয়ে কদমরসূল দরগাহ জিয়ারত করেন আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তার আগমনের খবরে হাজার হাজার নেতা-কর্মীদের ঢল নামে কদমরসূল দরগাহ ও আশপাশের এলাকায়।
এসময় তৈমূর আলম খন্দকারসহ নেতা-কর্মীরা কদমরসূল দরগায় রক্ষিত নবী (সাঃ) এর কদম মোবারক খচিত পবিত্র পাথর চুম্বন করে দোয়া করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সালের প্রথম সিটি নির্বাচনে এস এম আকরাম জেলা আ’লীগের আহ্বায়ক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঐ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সাবেক পৌর চেয়ারম্যান সেলিনা হায়াত আইভী। ঐ নির্বাচনে মুখ্য ভূমিকা রাখেন সাবেক সংসদ সদস্য এস এম আকরাম। তিনি আইভীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। ঐ নির্বাচনে আইভীর বিজয়ের পর দল থেকে সেচ্ছায় পদত্যাগ করেন এস এম আকরাম। এরপর দীর্ঘদিন রাজনীতির আড়ালে থাকলেও বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নাগরিক ঐক্য থেকে ধানের শীষের প্রার্থী হয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনে অংশ নেন এস এম আকরাম।
রবিবার বিকেলে তৈমূর আলম খন্দকারের সঙ্গে কদমরসূল দরগায় গিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে এসএম আকরাম বলেন, আমি আজকে এসে তৈমূও আলমকে দোয়া ও সমর্থন দিয়ে গেলাম। আমি আরও আসবো, তৈমূরের পাশে থাকবো এই ওয়াদা দিয়ে গেলাম। তিনি বলেন, নারাযণগঞ্জ সিটি করপোরেশনে পরিবর্তন দরকার, হওয়া প্রয়োজন। উন্নয়নের জন্য নতুন কাউকে সুযোগ দেওয়া হোক। তৈমূর আলম পুরনো ও প্রবীণ নেতা। করপোরেশন নতুন লোক এলে নতুন ভাবে উন্নয়ন হবে। সবাই একত্রিত হয়ে কাজ করলে তৈমূর আলমের বিজয় কোন ব্যাপারই নয়।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল বলেন, আমি আজকে এই দরগায় ওয়াদা করে গেলাম যে আমি ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সবাই তৈমূর আলম খন্দকারের সঙ্গে থাকবে। আমরা সবাই মিলে কাজ করলে তৈমূর আলমের বিজয় নিশ্চিত।
উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে তৈমূর আলম বলেন, এসএম আকরাম আমার মুরুব্বী ও অভিভাবক। আমরা তার নেতৃত্বেই নির্বাচনে লড়বো। এধরণের আরও চমক সামনে আপনারা দেখতে পারবেন। তিনি বলেন, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম তার শারীরিক অসুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে আসতে পারেননি। তবে তার নির্দেশেই মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে এসএম আকরামকে নিয়ে তৈমূর আলম ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ কদম রসূল দরগায় পৌঁছালে সেখানে তাদের ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। দরগায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আবদুস সবুর সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল প্রমুখ।

সংবাদ প্রকাশঃ  ১৯-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ