নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশ্রহণে যুব সমাবেশ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।   মঙ্গলবার হ্যানিম্যান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কুমিল্লার অডিটরিয়ামে জেন্ডার ভিত্তিক ন্যায় বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্কেকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের আওতায় ব্র্যাক এর সহযোগিতায় ও এসিড সারভাইভরস (এএসএফ) এর আয়োজনে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এক যুব সমাবেশ এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা কুমিল্লার প্রোগ্রাম অফিসার কানিজ তাজিয়া, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ এবং এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক জেন্ডার ট্যাকনিক্যাল ম্যানেজার আনোয়ার হোসেন, এসিড সারভাইভরস ফাউন্ডেশন (এএসএফ) এর প্রতিনিধি শাহ মোঃ মহিবুল্লাহ, প্রোগ্রাম অফিসার তানিয়া ইসলাম, প্রত্যয়ের প্রকল্প সমন্বয়কারী মোঃ আনিসুর রহমান কাজল, প্রকল্প কর্মকর্তা মোঃ নাজমুল আহাছান, মোঃ আসিবুল আলম আসিফ, ফরিদা খাতুন, সালেহা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক এর ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ মহিন উদ্দিন। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের দেশে যে সকল নির্যাতনগুলো হচ্ছে তার জন্য বেশির ভাগ দায়ী হলো পুরুষরা তাই পুরুষদেরকে বিশেষভাবে সচেতন হওয়ার পরামর্শ দেন, এবং তিনি আরও বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ও সমাজ পরিবর্তনের জন্য যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথিগন তাদের বক্তব্যে বলেন, যেহেতু জীবন একটাই তাই এই জীবনকে বিভিন্ন রকম অপরাধ করে কুলশিত করা যাবেনা, আলোকিত মানুষ হওয়ার জন্য মানবিক চিন্তা করতে হবে, যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ও প্রতিরোধ গড়ে তোলতে হবে। সভাপতি তার বক্তব্যে নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধে ধর্মীয় ও পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব প্রদান করেন।সংবাদ প্রকাশঃ  ০৬১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ