নারায়ণগঞ্জে বামজোটের মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত-২০

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধবেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মিছিল বের করলে বাধা দিয়ে নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জোটের নেতারা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু সড়কে এ ঘটনা ঘটে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সকাল ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সারাদেশে অর্ধবেলা হরতালের ডাক দেয় বাম জোট। হরতাল সমর্থনে সকালে শহরে মিছিল বের করে জোটের নেতারা। মিছিলটি দুই নম্বর গেট এলাকায় আসলে পুলিশ তাদের বাধা দেয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে ব্যানার কেড়ে নিয়ে লাঠিচার্জ করে পুলিশ। এতে আমাদের কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সবাই আমরা হাসপাতালে চিকিৎসা নিয়েছি।
আহতদের মধ্যে সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা কমিটির সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বাসদের সাংস্কৃতিক সংগঠন চারণের জেলা কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল, , রি-রোলিং স্টিল মিলের সংগঠক রেজাউল করিম, ছাত্রফ্রন্টের নেতা জিহাদ হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের গাবতলী শাখার মো. আলম, সিপিবির নুরুল ইসলাম, শরৎ মন্ডল, শ্রমিক ফ্রন্টের রোকন মিয়ার নাম পাওয়া গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন দাবি করেন, রাস্তা অবরোধ করলে হরতাল সমর্থকদের সরিয়ে দেয়া হয়। কোন লাঠিচার্জ করা হয়নি।

সংবাদ প্রকাশঃ ১৮১১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ