নারায়ণগঞ্জে জাপার এমপির বিরুদ্ধে সাবেক আ’লীগের এমপির মামলার আবেদন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত একই আসনের বর্তমান জাপার এমপি লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে আদালতে মানহানির মামলার আবেদন করেছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে তিনি ওই মামলার আবেদন করেন।
কায়সার হাসনাতের আইনজীবী জসিম উদ্দিন জানান, আদালত কায়সার হাসনাতের বক্তব্য গ্রহণ করেছেন। পরে আদেশ দেবেন।
কায়সার হাসনাত জানান, ২৬ ডিসেম্বর বিকালে সোনারগাঁও পৌরসভার একটি অনুষ্ঠানে বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা আমাকে ও আমার মৃত মায়ের বিষয় নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এতে আমি মনে করি শুধু আমার নয় আওয়ামী লীগেরও মানহানি হয়েছে। তাই ন্যায়বিচারের জন্য মামলার আবেদন করেছি।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর বিকালে সোনারগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডে ৪টি মাটির রাস্তা ও দুটি পাকা রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁয়ের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারকে উদ্দেশ্য করে বলেন, কায়সার সম্পত্তির জন্য তার মায়ের বিরুদ্ধে মামলা করে তাকে কোর্টে দাঁড় করিয়েছেন।
তাই যে সন্তান তুচ্ছ সম্পত্তির জন্য মায়ের বিরুদ্ধে মামলা করে তাকে কোর্টে দাঁড় করাতে পারে, তার কাছ থেকে জনগণ কি আসা করবে?।
এমপি খোকা একই অনুষ্ঠানে আরও বলেন, মানুষ হত্যা হলো সবচেয়ে জঘন্য কাজ। কাইকারটেক হাটে কারা সাতজনকে হত্যা করেছে তা সোনারগাঁওবাসী জানে। ওরা শয়তানের বন্ধু। ওরা নিজেদের স্বার্থে সমাজকে ধ্বংস করে। ‘৭১-এর আগে কাদের কয় শতাংশ জমি ছিল, আর এখন তারা কীভাবে হাজার কোটি টাকার মালিক? এই টাকা কোত্থেকে এসেছে?।সংবাদ প্রকাশঃ  ৩০১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ