নারায়ণগঞ্জে খেলনার ভেতর থেকে বিপুল ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১৮ হাজার পিছ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব-১১)। গ্রেফতারকৃতরা হলো জানু মাল (৩৯), আশরাফুল (৫০), রাজু সরদার (২২), ইসলাম মাল (৩২), তাহিদ হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৬) ও শরৎ আলী (৩৫)। শুক্রবার (১৫ জানুয়ারী) ভোরে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার টাকা এবং বিপুল পরিমাণ বাচ্চাদের খেলনা সামগ্রী জব্দ করা হয়। শুক্রবার বিকেলে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান এ তথ্য জানিয়েছেন।
র‌্যাব-১১ এর এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা সবাই মুন্সীগঞ্জ জেলার লৌহজং এলাকার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ ও এর আশে পাশে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নেয়। ইয়াবা ব্যবসার সুবিধার্থে তারা একেক সময় একেক জায়গায় অবস্থান করে। খেলনা পুতুল ফেরি করে বিক্রির আড়ালে তারা পুতুলের ভেতর ইয়াবা ভর্তি করে পরিবহন করতো। বাস এবং ট্রেনে ফেরি করে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রয় করে। আর এসব খেলনার ভেতরে থাকে ইয়াবা ট্যাবলেট। গ্রেফতারকৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘন ঘন বাসা পরিবর্তন করে ফেরি করে বাচ্চাদের সাধারণ খেলনা সামগ্রী বিক্রয়ের আড়ালে ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করার কথা স্বীকার করেছে।

সংবাদ প্রকাশঃ  ১৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ