নারায়ণগঞ্জে করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ২৮

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে আরও ২৮ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১৪ জন, সদরে ২ জন, বন্দরে ২ জন, আড়াইহাজার ২ জন, রূপগঞ্জে ২জন ও সোনারগাঁও ৬ জন । এ নিয়ে পুরো জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯৭৩ জনে। তবে নতুন করে কোনো মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ১৪৯ জনেই আছে।
এছাড়া মোট সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৩৭৭ জন। জেলায় এই পর্যন্ত মোট ৫৭ হাজার ৮১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০৯ জনের।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত ৯টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৮ জন ও আক্রান্ত ৩ হাজার ০৮ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৭৪৫ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৮৪ জন ও মারা গেছেন ৬ জন, আড়াইহাজার উপজেলায় আক্রান্ত ৬৬১ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁ উপজেলায় আক্রান্ত ৭২৬ ও মারা গেছেন ২৩ জন এবং রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত ১ হাজার ৪৪৬ জন ও মারা গেছে।

সংবাদ প্রকাশঃ  ০৪১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ