নারায়ণগঞ্জে আরও ১২ জন করোনায় আক্রান্ত

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৭ হাজার ২০৪ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৪৬ জন।
বুধবার (৪ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৫ জন, সদরে ৩ জন, আড়াইহাজারে ২ জন, সোনারগাঁয়ে ১ জন ও রূপগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৮ জন ও আক্রান্ত ২ হাজার ৬৩৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৫ জন ও আক্রান্ত ১ হাজার ৬১৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩২৮ ও মারা গেছেন ৫ জন। এছাড়া আড়াইহাজার উপজেলায় আক্রান্ত ৬২৭ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁ উজেলায় আক্রান্ত ৬৫২ ও মারা গেছেন ২২ জন এবং রূপগঞ্জ উপজেলায় মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৩ জন।
জেলায় এই পর্যন্ত মোট ৫০ হাজার ৭৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫৫ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৬ হাজার ৮৭৮ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৪৬৯ জন, সদর উপজেলার ১ হাজার ৫৬৮ জন, রূপগঞ্জের ১ হাজার ৩১২ জন ও আড়াইহাজারের ৬১২ জন, বন্দরের ৩১২ ও সোনারগাঁয়ের ৬০৫ জন।  সংবাদ প্রকাশঃ  ০৪১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ