নাঙ্গলকোটে করোনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়ার মৃত্যু 

সিটিভি নিউজ।।    আব্দুর রহিম বাবলু :- সংবাদদাতা জানান ==  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া (৭০) আর নেই। তিনি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টায় পৌর সদরের হরিপুর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহ…….. রাজিউন)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেব দাস দেব।
বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া নাঙ্গলকোট উপজেলা প্রতিষ্ঠা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি নাঙ্গলকোটের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্বনয়ক, ১৯৭১ সালের রণাঙ্গনের বীর সৈনিক ও দীর্ঘদিন যাবৎ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন।
মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর জানাযা শুক্রবার সকাল ১০টায় নাঙ্গলকোট বাজার কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে উপজেলা ব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি এ এফ এম শোয়ায়েব, সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম’সহ নেতৃবৃন্দ। এছাড়াও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।সংবাদ প্রকাশঃ  ৩০২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ