নাঙ্গলকোটে আন্তস্কুল প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের উপর হামলা, শিক্ষকসহ আহত- ১০

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     মজিবুর রহমান মোল্লা  নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা=========
নাঙ্গলকোট উপজেলা আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলা শেষে বাড়ি ফেরার পথে শনিবার সন্ধায় বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় শিক্ষার্থী ও শিক্ষকদের উপর দফায়- দফায় হামলা চালানোর অভিযোগ উঠেছে নাঙ্গলকোট সদর আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। অতর্কিত এ হামলায় বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ শিক্ষার্থী, ১জন শিক্ষক ও ১জন দর্শনার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন,বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহসীন ভূঁইয়া ( ৪৫), দশম শ্রেণীর শিক্ষার্থী সালমান (১৬), জনি (১৬), বিজয় (১৬), শিফাত (১৬), নবম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির (১৬), শুভ ( ১৫), ফখরুল (১৬), নিরব (১৬), সায়মুন (১৬), দর্শনার্থী আরনান(১৭)। আহতরা বক্সগঞ্জ বাজারে মদিনা ঔষধ দোকানে পল্লী চিকিৎসক মোঃ আবু বকর ছিদ্দিকের নিকট চিকিৎসা নেন। হামলার ঘটনায় উপযুক্ত বিচারের দাবিতে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব এর নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বক্সগঞ্জ উচ্চ বিদ্যলয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন, নাঙ্গলকোট উপজেলা হ্যলিপেড মাঠে উপজেলা আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়াড়রা উপজেলা সদরের আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়াড়দের সাথে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব এর উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ২-১ গোলে আমাদের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হেরে যান। খেলা শেষে আমাদের শিক্ষকগণ শিক্ষার্থীদের নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা যোগে উপজেলা কমপ্লেক্সের দ্বিতীয় গেট পার হওয়ার পরই আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়াড় ও শিক্ষার্থীরা আমাদের খেলোয়াড় শিক্ষার্থীদের বহনকারী সিএনজি চালিত অটোরিক্সায় হামলা চালায়। এসময় আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সিএনজি চালিত অটোরিক্সার ভিতরের যাত্রীদের হাতে ধরা স্টীল ভেঙ্গে স্টিল দিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় থানা পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ উল্টো আমাদের উপর চড়া হয়। পরে আমাদের প্রধান শিক্ষকসহ আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের সিএনজি চালিত অটোরিক্সা এবং পিকআপ ভ্যানে করে তাদেরকে স্কুলের উদ্দেশ্যে প্রেরণ করলে শিক্ষার্থীরা গোত্রশাল পৌর মেয়র আব্দুল মালেকের বাড়ি পার হওয়ার পর আবারো আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষার্থী খেলোয়াড়রা হামলা চালায়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার উপজেলা আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলায় আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়াড়রা খেলা চলাকালীন সময়ে খেলার মাঠেই সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খেলাড়ারদের উপর হামলা চালায়। এতে আমরা খেলায় অংশগ্রহণ করতে শংকিত হই। এনিয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার এবং খেলা পরিচালনা কমিটির নিকট আমাদের শিক্ষার্থী খেলোয়াড়দের নিরাপত্তা প্রদানের জন্য আবেদন জানাই। নিরাপত্তা বিধানের আশ্বাসের পেক্ষিতে আমরা ফাইনাল খেলায় অংশগ্রহণ করি। কিন্তু তারপরও আমাদের শিক্ষার্থী খেলোয়াড় ও শিক্ষকদের উপর হামলা থেকে রক্ষা পায়নি। এ বিষয়ে সামাজিক যোগাযোগ পেইজবুক এ বইছে তীব্র নিন্দা ও প্রতিবাদের জড়।
বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আলী আশ্রাফ বলেন, আমাদের শিক্ষার্থী খেলোয়াড়দের উপর হামলার ঘটনায় উপযুক্ত বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছি উপজেলা নির্বাহী অফিসার উপযুক্ত বিচারের আশ্বাস দিয়েছেন।
আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ বলেন,হামলার বিষয়টি তিনি শুনেছেন। থানার সামনে কে বা কাহারা তাদের উপর হামলা করেছে তা তার জানা নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন বলেন,ইউএনও সাহেব জেলায় মিটিংয়ে গেছে আসবে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেব। এ বিষয় নাঙ্গলকোট থানার ওসি মোঃ ফারুক হোসেন বলেন, কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব বলেন, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ পেলেছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রকাশঃ  ১১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email