না’গঞ্জে শিশু সাদমান সাকি অপহরণ মামলা র‌্যাবে হস্তান্তরের নির্দেশ

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার দেড় বছরের শিশু সাদমান সাকি অপহরণ মামলার তদন্ত র‌্যাবের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শুনানী শেষে এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন।
এ ব্যাপারে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার জাসমীন আহম্মেদ বলেন, দেড় বছরের সাদমানের অপহরণ খুবই হৃদয় বিদারক। তার বাবা-মা এখনো সাদমানের জন্য অপেক্ষায় আছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। কিন্তু র্দীঘ সময় পরেও কোনো সুরাহা হচ্ছে না। করোনার পূর্বে আমরা মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তরের আবেদন জানাই। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আদালত মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। আমরা মনে করি, র‌্যাব এ মামলার তদন্ত কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করবে।
সাদমান সাকির পিতা আওয়ামীলীগ নেতা সৈয়দ উমর খালেদ এ্যাপন বলেন, দীর্ঘদন যাবৎ আমি আমার সন্তানের জন্য লড়াই করে যাচ্ছি। কিন্তু তবু কেউ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে পারছে না। আমার র‌্যাবের উপর আস্থা আছে। আমি আশা করবো, র‌্যাব অতিদ্রুত আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিবে।

সংবাদ প্রকাশঃ  ০১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ