না’গঞ্জে মসজিদ বিস্ফোরণে সন্দেহভাজনরা পুলিশের বিশেষ নজরদারিতে পুলিশ সুপার

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা মসজিদে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনা দায়িত্ব ও কর্তব্য অবহেলার কারণেই হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন জড়িতদের পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা যে কোনো সময় তাদের আইনের আওতায় আনতে পারবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জে পুলিশ সুপার মো. জায়েদুল আলম। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির সদস্যরা একটি প্রাথমিক ধারণা পুলিশ প্রশাসনকে অবহিত করেছে । সেই আলোকে যাদের দোষী হিসেবে ধারণা করা হচ্ছে তাদের ওপর নজদারি করা হচ্ছে। যাতে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন।
তিনি বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় গত ৫ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে। মামলায় গ্যাস, বিদ্যুৎ, মসজিদ নির্মাণে ক্রটি ও বৈদ্যুতিক সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণে মসজিদ কমিটির অবহেলা ও মসজিদের নিচ দিয়ে বৈধ-অবৈধ গ্যাস সংযোগ লাইন দেওয়াসহ ৭টি কারণ চিহ্নিত করে মামলায় অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে। বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন, তিতাস গ্যাস ট্রান্সমিশন, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশনসহ মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিগুলো কাজ করছে। তদন্ত কমিটির প্রতিবেদনে যারা অভিযুক্ত হবেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে জড়িত সন্দেহভাজনদের পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। প্রতিবেদন পেলেই তাদের পুলিশের হেফাজতে নিয়ে আইনের কাছে সোপর্দ করা হবে।  সংবাদ প্রকাশঃ  ৯২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email