না’গঞ্জে গ্রেফতারকৃত বিএনপির ১০ কর্মী কারাগারে : রবিবার রিমান্ড শুনানি

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জে বিএনপি বিশাল র‌্যালীতে পুলিশ হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ১০ কর্মীকে গ্রেফতার করে ১০দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে নারায়ণগঞ্জ মডেল থানার পুলিশ। গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে ১০ জনকে আদালতে পাঠালে আদালতে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল রবিবার (৪ সেপ্টেম্বর) রিমান্ডের শুনানী অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলায় ১০ আসামিকে ১০দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রবিবার রিমান্ড শুনানি হবে।
গ্রেপ্তারকৃতরা হলো বিএনপির কর্মী ফতুল্লা মধ্য নরসিংহপুর এলাকার আ: জলিলের ছেলে মোঃ আঃ সাত্তার (২২), নারায়ণগঞ্জ সদর থানাধীন আলীরকেট ইউনিয়নের ডিক্রিরচর হাজী মোস্তফা সরদারের ছেলে মো. মজিবুর রহমান (৫২),শহরের পালপাড়া মৃত যুগেস চন্দ্র দেবনাথের ছেলে রঞ্জন কুমার দেবনাথ (৩৬), রূপগঞ্জ থানার সিংলাবো (মার্কেটের পিছনে) মৃত হারুন অর রশিদের ছেলে রাজিব (৩৮), সোনারগাঁও মেঘনা ঘাট এলাকার আলী আক্কাসের ছেলে মো. জনি (৩৮), বন্দর থানার মদনপুর উত্তর চানপুর মাদ্রাসার সাথে মৃত আমান উল্লাহর ছেলে মোঃ বাদল (৩৩), আড়াইহাজার থানার রামচন্দ্রী এলাকার মৃত রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. আবুল কালাম ভুইয়া (৪৮), সোনারগাঁ বৌবাজার মেঘনা ঘাট এলাকার মৃত আলী মোস্তফা খানের ছেলে রিমন (২২), একই এলাকার ইমান হোসেনের ছেলে ইমন (১৮), আড়াইহাজার ময়নাবাজ এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ সোহান (১৫) ।
পুলিশকে হত্যার উদ্দেশে হামলা, পুলিশের কর্তব্যকাজে বাধাদান ও ভাংচুর এবং বিস্ফোরক আইনে এস আই মো. কামরুজ্জামান বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

সংবাদ প্রকাশঃ  ০৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ