নলতায় ওরছ শরীফ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।      তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফি-সাধক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, পীরে কামেল সুলতানুল আউলিয়া হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬০ তম তিন দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬,২৭,২৮ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি ২০২৪ খিস্টাব্দ, রোজ- শুক্র, শনি ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত ওরছ শরীফকে কেন্দ্র করে ১ জানুয়ারি সোমবার বেলা ১১ টা হতে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্র পরামর্শ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এম.পি সরকারি কাজের ব্যস্ততার কারণে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ আফতাবুজ্জামান কে অনুষ্ঠানের সভাপতি ঘোষণা দিয়ে সাময়ীক উপস্থিতিতে তার স্বাগত বক্তব্য রাখেন।
উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজলের সঞ্চালনায় আলোচনা পেশ করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কাজী আলী আজম, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান, সহ-সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম সম্পাদক ডাঃ নজরুল ইসলাম,
 আরো উপস্থিত ছিলেন, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, ম্যানেজিং কমিটির কার্যকরী সদস্য আনিছুজ্জামান খোকন সহ বিভিন্ন শাখা মিশনের সভাপতি-সাধারণ সম্পাদক সহ আমন্ত্রিত সকল অতিথিরা।
সভায় বক্তাগণ- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দিন দিন লোক সমাগম বেশি হওয়ায় এবং  অনুষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাওয়ায় সকল আহ্ছানিয়া  শাখা মিশন সহ শুভাকাঙ্ক্ষীদের যার যার অবস্থান থেকে বেশি বেশি  সহযোগিতার আহবান এবং ওরছ শরীফ চলাকানীন অবস্থানরত মেহমানদের আবাসন তথা খাওয়ার মান উন্নত করতে নতুন পদ্ধতি চালু করা সহ নানা পরিকল্পনার কথা  জানান সভাপতি ডা: আফতাবুজ্জামান। শেষে জামাতের সাথে যোহর নামাজ সম্পন্ন ও মোনাজাত করেন হাফেজ হাবিবুর রহমান।সংবাদ প্রকাশঃ ০১০১২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ