নলতার ৪ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য প্রেরণ

সিটিভি নিউজ।।    তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্স বিহীন) বেসরকারি হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তথ্যাদি খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর প্রেরণ করেছে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম।

এই তালিকায় জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় অবৈধভাবে পরিচালিত ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, খয়রুন্নেছা ডায়াগনস্টিক সেন্টার, ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসেস এবং আলোর দিশা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাবের নাম উঠে এসেছে। অবৈধ এসব হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর এই তথ্য প্রেরণ করেছে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর পাঠানো গত ২১ জানুয়ারি স্বাঃঅধিঃ/হাসঃ/লাইসেন্স প্রদান সংক্রান্ত/২০২৩/৬৬ স্মারকে বলা হয়েছে যে, সাতক্ষীরা জেলায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্স বিহীন) বেসরকারি হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তথ্যাদি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অত্রসাথ প্রেরণ করা হইল।

সংবাদ প্রকাশঃ ০৫০২২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ