নবাবগঞ্জে রান্না করা গরুর মাংসে আল্লাহু আকৃতির মতো লেখা দৃশ্যমান দেখতে হাজারো মানুষের ঢল 

সিটিভি নিউজ।।    মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃপাথরে,গাছের পাতায়, মাছের গায়ে আরবি বর্ণে ‘আল্লাহ’ শব্দটি রয়েছে এমন কথা শোনা যায়।
এবার দিনাজপুরের নবাবগঞ্জ  উপজেলার ইসলামপুর(হরিপুর)  বাজার এলাকায় গরুর মাংসে আরবি লেখার মতো ‘আল্লাহু’ শব্দটি দেখাযাচ্ছে
সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায় ইসলামপুর বাজার বাশটেক গ্রামের আছাদুল ইসলামের বাড়ীতে গরুর মাংসে আল্লাহু লেখাটি দেখার জন্য শত শত উৎসুক জনতা ভীড় জমায়।
বাড়ীর কর্তা আছাদুল জানায় , রবিবার সকালে নবাবগঞ্জ বাজারের কসাই মজমুলের নিকট থেকে  গরুর মাংস নিয়ে এসে রান্না করলে হঠাৎ একটি মাংসের টুকরো আল্লাহ লেখাটি আমার স্ত্রী   দেখতে পায় হাড়ির উপরে ভেসে উঠে যার মধ্যে আরবীতে আল্লাহু লেখার  মতো  রয়েছে।
বিষয়টি দেখে প্রথমে বাড়ীর লোকজন বিস্মিত হয়ে যায়। পরে এলাকাবাসীকে জানালে হাজারো জনতা ঐ মাংসের টুকরো দেখার জন্য   ভীড় জমাতে থাকে।
এ বিষয়ে হরিপুর কওমী মাদ্রাসার হুজুর মোঃ তাজুল ইসলাম  বলেন আমি বিষয়টি বাজারে শুনে দেখতে যাই এবং আল্লাহ লেখাটি দেখতে পাই মনে হচ্ছে খাদাই(ডাইস করা)।

নবাবগঞ্জ বাজারের মাংস বিক্রতা মজমুলের সহকারী  হারুন বলেন আমরা কাচা মাংসে এমন কিছু দেখতে পাই নি।সংবাদ প্রকাশঃ  ২৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ