নগরীর চালের বাজারে অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন  কুমিল্লা প্রতিনিধি==========
কুমিল্লার বিভিন্ন বাজারে চালের দোকানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ। সোমবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর চকবাজার ও মোগলটুলি এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার কুমিল্লার চকবাজার ও মোগলটি এলাকার ৬টি পাইকারী চালের দোকান পরিদর্শন করা হয়। এসময় এক মাসের বেশি সময় ধরে চাল মজুদ করা, অতিরিক্ত লাভে চাল বিক্রি করা এবং খুচরা লাইসেন্স নিয়ে পাইকারী ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মের্সাস তানিয়া এন্টারপ্রাইকে ৫০ হাজার টাকা, হাসান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ,লিটন ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মের্সাস ভৌমিক ব্রাদার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী,জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট দেবাষীস অধিকারী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আদর্শ সদর মোঃ আনোয়ার হোসেনসহ খাদ্য পরিদর্শকবৃন্দ।

সংবাদ প্রকাশঃ ০৫০২২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ