নগরীর কান্দিরপাড়ে র‍্যাব সদস্যকে চড়, ব্যবসায়ীকে তুলে নেয়ার পর রাস্তা আটকে  বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    নেকবর হোসেন  কুমিল্লা প্রতিনিধি   জানান ===
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে তর্কাতর্কির জেরে দোকানের সামনে থেকে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছেন র‍্যাব সদস্যরা।
এ ঘটনায় আজ দুপুরে দোকান বন্ধ করে দুই ঘণ্টা ধরে কান্দিরপাড় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
তারপর র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। ওই ব্যবসায়ীকে ছেড়ে দেয়া হবে।
বিক্ষোভকারী কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে গোমতী টাইমসকে জানান, কান্দিরপাড়ে পাকশী গার্মেন্টস দোকানের মালিক মজিবুর রহমান। তার দোকানের সামনে বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল পার্ক করে রাখেন এক র‍্যাব সদস্য। মজিবুর তাকে সেখানে পার্কিং করতে মানা করলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী আরেক ব্যবসায়ী বলেন, তর্কাতর্কির এক পর্যায়ে মজিবুর ওই র‍্যাব সদস্যকে চড়ও মারেন।
আরেক ব্যবসায়ী বলেন, র‍্যাব সদস্য সাদা পোশাকে ছিলেন বলে মজিবুর তাকে চিনতে পারেননি। পরে পরিচয় দেয়ার পর তার কাছে মজিবুর ক্ষমা চান।
কান্দিরপাড়ে ব্যবসায়ীকে র‍্যাব তুলে নেয়ার পর রাস্তা আটকে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।
কিন্তু ওই র‍্যাব সদস্য তাকে ক্ষমা না করে ফোনে তার কয়েকজন সহকর্মীকে সেখানে ডেকে নেন। এরপর তারা মজিবুরকে একটি গাড়িতে তুলে নগরীর শাকতলা এলাকার র‍্যাবের কার্যালয়ে নিয়ে যান।
এ ঘটনার প্রতিবাদে দুপুরে ব্যবসায়ীরা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করলে সেখানে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।
তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলব।’
ঘটনার সত্যতা জানতে কুমিল্লা র‍্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিবের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়।
গোমতী টাইমসকে বলেন, বিষয়টা একটা ভুল বোঝাবুঝি ছিল। ওই র‍্যাব সদস্য সাদা পোশাকে ছিল। তর্কাতর্কির সময় মজিবুর তাকে চড় মারে। তাকে র‍্যাব কার্যালয়েই রাখা হয়েছে।
মেজর তালুকদার আরও জানান, ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা কার্যালয়ে গেলে মুজিবুরকে তাদের হাতে তুলে দেয়া হবে।সংবাদ প্রকাশঃ  ২৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email