নকল মাস্ক সরবরাহ- অপরাজিতার শারমিন গ্রেপ্তার

সিটিভি নিউজ।।     বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নকল মাস্ক সরবরাহ করায় গ্রেপ্তার করা হয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে। আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার আনোয়ার পাশা ভবনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। শারমিন ঢাবি প্রশাসন-১ এর সহকারি রেজিস্টার। একই বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। এছাড়া ২০০২ সালে তিনি ঢাবির কুয়েত মৈত্রি হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শাহবাগ থানায় দায়ের করা মামলায় শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল কোর্টে তোলা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসকদের জন্য সরবরাহ করা এন ৯৫ মাস্কের আড়ালে নকল মাস্ক সরবরাহ করায় বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ বাদী হয়ে শাহবাগ থানায় শারমিন জাহানকে আসামি করে একটি মামলা করেছেন।

সংবাদ প্রকাশঃ  ২৫২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ