ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরাফাতকে গ্রেফতার করেছে র‌্যাব

সিটিভি নিউজ।।      প্রেস বিজ্ঞপ্তি।। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ২০১৩ সালের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি আরাফাত উল্লাহ কাজী (৩০)’কে রাজধানীর মতিঝিল এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।
রাজধানীর মতিঝিল থানাধীন দিলকুশা এলাকায় গত ০৮/০৪/২০২৪ তারিখ ১৬০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ২০১৩ সালের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি ১। মোঃ আরাফাত উল্লাহ কাজী (৩০), পিতা-জাফর উল্লাহ কাজী, মনোহরগঞ্জ, কুমিল্লা’কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আরাফাত এবং উক্ত মামলার ভিকটিম পরষ্পর চাচাতো ভাই-বোন। তারা পাশাপাশি বাড়িতে বসবাস করার সুবাদে তাদের দুজনের মধ্যে এক পর্যায়ে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একান্তে যোগাযোগের কথা বলে সুবিধাজনক স্থানে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এতে করে ভিকটিম গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিম গ্রেফতারকৃত আসামিকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে ভিকটিমকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানা-জানি হলে উভয় পরিবারের সদস্যরা সালিশি বসলে গ্রেফতারকৃত আসামি ভিকটিমের গর্ভের সন্তানকে অস্বীকার করে। ভিকটিম সম্মান ও সম্ভ্রম হারিয়ে অসহায় হয়ে পড়ে। এপ্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় গ্রেফতারকৃত আরাফাতের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে গ্রেফতারকৃত আরাফাতকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, কুমিল্লা কর্তৃক গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃত আরাফাত তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হওয়ার পরপরই নিজ এলাকা ছেড়ে রাজধানী ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করে আসছিল।

সংবাদ প্রকাশঃ ১২০৪২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ