দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের শোক

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : দেশের খ্যাতিমান সাংবাদিক, কলামিষ্ট ও গলল্পকার দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান মুনীর(৭২) করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্ননিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন)। প্রতিথযশা সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ জেলা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, খন্দকার মুনীরুজ্জামানের সাথে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তরিক সর্ম্পক বিরাজমান ছিলো। ইউনিয়নের কার্যালয়ে তার একাধিকবার পদচারনা এবং পরামর্শ গভীর ও শ্রদ্ধার সাথে স্বরন করছি। সিনিয়র সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামান মৃত্যুর পুর্ব পর্যন্ত দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৪৮ সালের ১২ সার্চ ঢাকায় জন্মগ্রহন করেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র খন্দকার মুনীরুজ্জামান বিশ^বিদ্যালয়ের পড়াশোনা করার সময়ই বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। সাংবাদিকতা ছাড়াও মুুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল চিন্তাধারার এই মানুষটি কবিতা, গল্প, প্রবন্ধ, চিত্র সমালোচক এবং প্রতিষ্টিত কলামিষ্ট ছিলেন। এছাড়া তিনি ইলেট্রনিক্স মিডিয়ায় টকশোতে অংশ গ্রহন করে সত্য ও ন্যায় কথা বলে মানুষের মধ্যে খ্যাতি অর্জন করেন। তার এই আকস্মিক মৃত্যুতে সাংবাদিকতার জগতে একটি নক্ষত্রের পতন ঘটলো। সাংবাদিক সমাজ হারালো একজন আর্দশবান অভিভাবক। তার প্রতি নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

সংবাদ প্রকাশঃ  ২৪১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ