দেবীদ্বারে ৪০ বিপদগ্রস্থ অসহায় বিধবাকে মাসব্যাপী খাদ্য সহায়তা

সিটিভি নিউজ।।     এবিএম আতিকুর রহমান বাশার ঃ সংবাদদাতা জানান===
‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার সভাপতি আমেরিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালা করোনা যোদ্ধা ডাঃ ফেরদৌস খন্দকার’র সহযোগীতায় এবং “পাশে আছি কোভিড-১৯ সেবা” কন্ট্রোল রোমের উদ্যোগে শুক্রবার সকালে ৪০ বিধবাকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়। এর আগে একই নিয়মে আরো ২শতাধিক অসচ্ছল ও বিপদগ্রস্থ্য বিধবাকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
২৫ কেজি চাউল, ৫ কেজি আলূ, ৩ কেজি পেঁয়াজ, ২ লিটার তৈল, ২ কেজি মসুর ডাল পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপকারভোগী একজন অষিতিপরায়ন বৃদ্ধা অশ্রæস্বজল নয়নে বলেন, স্বামী মারা গেছেন ৩০ বছর পূর্বে, ঝি-চাকরানীর কাজ করে দুই ছেলে, এক কণ্যাকে বড় করেছি। এক ছেলে গার্মেন্টসে চাকরি করে আর এক ছেলে দোকান কর্মচারী, ওরা স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় থাকে, মেয়ে থাকে তার শ^শুর বাড়ি। এখন কাজ করতে পারিনা, ভিক্ষার থালা নিয়েও হাটতে পারিনা। সন্তানরাও খোঁজ নেয়না, প্রতিবেশীরা যখন যা দিচ্ছে, তাই খেয়ে পড়ে চলছি। গত রমজান মাসে অর্ধেক রোজা না খেয়ে থাকতে হয়েছে। আজ ডাক্তার সাহেব থেকে যা পেলাম আমার তিন মাস চলে যাবে।
দেবীদ্বার পোষ্ট অফিস পাড়ার ‘ড্রীম হাউজে’ অবস্থিত “পাশে আছি কোভিড-১৯ সেবা” কার্যালয়ের ইনচার্জ শাহিনূর আক্তার লিপির সভাপতিত্বে এবং সমন্বয়ক কাউছার হায়দার’র সঞ্চালনায় উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাশেদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা মোঃ লুৎফর রহমান বাবুল ভ‚ঁইয়া, নারী উদ্যোক্তা ‘মা-মেয়ের রান্নাঘর’র পরিচালক সাংবাদিক হুরবানু বাশার পলি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ওবায়দুল হক রাসেল, মোঃ হাফিজুর রহমান, “পাশে আছি কোভিড-১৯ সেবা” সংগঠক মাহববুব আলম, সুজীত পোদ্দার আনোয়ার হোসেন ভ‚ঁইয়া টিটু, মৈত্রী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মিতা চৌধূরী, মনিরুল ইসলাম, আব্দুর রহমান ভ‚ঁইয়া বাবলু, শামিমা আক্তার রীমা, শারমিন আক্তার প্রমূখ।

সংবাদ প্রকাশঃ  ২৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ