দেবীদ্বারে ১৪ ইউনিয়ন’র ১৬৮ জন সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।    এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//
কুমিল্লার দেবীদ্বারে ১৪ ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত গেজেটভুক্ত ৪২ জন সংরক্ষিত ও ১২৬ জন সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন। ১৪ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগন এবং শপথ গ্রহণ করতে আসা সংরক্ষিত এবং সাধারণ সদস্যরা।
উল্লেখ্য, গত ৭ফেব্রুয়ারী সোমবার দেবীদ্বার উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৪ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। ১২নং ভানী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান ভূইয়া মুকুল নির্বাচনের আগের রাতে মৃত্যুবরণ করায় ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সংবাদ প্রকাশঃ  ৩১-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ