দেবীদ্বারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ ২৪ ঘন্টায় চিহ্নীত আন্তঃজেলা মাদক ব্যবসায়িদের গ্রেফতারের দাবী এলাকাবাসীর

সিটিভি নিউজ।।     এবিএম আতিকুর রহমান বাশার ঃ সংবাদদাতা জানান====
কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামে মাদকের বিরুদ্ধে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বড়আলমপুর গ্রামে “বড়আলমপুর মাদক বিরোধী যুবসমাজ” এর উদ্যোগে এলাকার সর্বস্তরে মানুষের উপস্থিতিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজাহামেহার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক খোরশেদ আলম সরকার’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর সহায়তা কমিটির সদস্য শফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবের আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, পৌর যুবলীগ সহ-সভাপতি আবুল হোসেন, সাংবাদিক শফিউল আলম রাজীব, সেলিম সরকার, মনজুরুল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বড়আলমপুর একটি আদর্শ গ্রাম এ গ্রামে রয়েছে অনেক ঐতিহ্য। কতিপয় মাদক ব্যবসায়ীর দৌরাত্মে এ গ্রামটি নেশার রাজ্যে পরিণত হয়েছে। সম্প্রতি মাদকের ছোবলে গ্রামের যুব ও তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধু মাদক বিক্রয় এবং সেবনই নয়, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই বেড়েছে সীমাহীন।
পুলিশ প্রশাসনকে নামের তালিকাসহ মাদক সেবীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবী জানালেও কোন প্রতীকার মিলেনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে চিহ্নীত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবী জানান।
ওয়ার্ড কমিশনার মোঃ সফিকুল ইসলাম (সহিদ পুলিশ) বলেন, এই গ্রামের চিহ্নীত মাদক ব্যবসায়িদের বিতাড়িত করতে হবে। বিশেষ করে মোঃ মোশাররফ হোসেন, তার স্ত্রী আসমা বেগম, কিশোর পুত্র রাজীব, বিনাইপাড় গ্রামের হাবিব, বড়আলমপুর গ্রামের ইয়াকুব, ইব্রাহীম, জালাল, জালালের ছেলে স্বাগরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জোর দাবী জানান।
এসময় দেবীদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সাদ্দাম হোসেন একদল পুলিশ নিয়ে মানববন্ধনে একাত্ম ঘোষনায় লাইনে দাড়ান। এসময় আন্দোলনকারীরা যে পুলিশের সহযোগীতায় মাদক ব্যবসায়িরা মাদক বিক্রি করে, সে পুলিশ সদস্যদের বানববন্ধনের লাইনে দাড়াবার কোন অধিকার নেই, তাদেরকে মানব বন্ধনের লাইন থেকে বেড় করে দেন।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, ওরা মিথ্যে বলেছে। আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। চলতি মাসেও কয়েকটি অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

সংবাদ প্রকাশঃ  ১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ