দেবীদ্বারে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি – আলেয়া, সম্পাদক – সুলতানা

সিটিভি নিউজ ।।    এবিএম আতিকুর রহমান বাশার  সংবাদদাতা জানান ==== কুমিল্লা দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন দেবীদ্বার পৌর মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় দেবীদ্বারের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবন কনফারেন্স রুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্ভোদন করেন, দেবীদ্বার উপজেলা বিএনপির সভাপতি মাজেদা আহসান মুন্সী। এসময় জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

সম্মেলনে নাসরিন জাহান মুন্নীর সঞ্চালায় অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকার, পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সাইফুল, মহিলা দল নেত্রী রোকসানা আক্তার, সুলতানা পারভীন, বকুল আক্তার, নুরুন্নাহার রুজী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাজেদা আহসান মুন্সী বলেন, বর্তমান এই আওয়ামিলীগ সরকার গঠনের পর দীর্ঘদিন আমি বাড়িতে আসতে পারিনি, মিথ্যা হামলা-মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের আটকে রাখা হচ্ছে, আগামী নির্বাচন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে হাছিনা সরকারের পতন ঘটিয়ে বিএনপিকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৫ সদস্যের নাম উল্লেখ পূর্বক ৫১ সদস্যদের কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি মাজেদা আহসান মুন্সী। উল্লেখিত ৫জন সদস্য হলেন, সভাপতি- আলেয়া আক্তার, সিনিয়র সহ-সভাপতি নাসরিন জাহান মুন্নী, সাধারণ সম্পাদক -সুলতানা পারভীন, যুগ্ন সাধারণ সম্পাদক- বকুল আক্তার, সাংগঠনিক সম্পাদক- নুরুন্নাহার রুজী।

এসময় উপস্থিত হয়ে পৌর মহিলাদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা-৪ দেবীদ্বার’র সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

সংবাদ প্রকাশঃ ২০০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ