দেবীদ্বারে মধ্যরাতের আাগুনে নিঃম্ব হল মদীনা বেকারীসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠান

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  এবিএম আতিকুর রহমান বাশার,   দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি// জানান ===
মধ্যরাতের আগুনে নিঃস্ব হল বিখ্যাত ‘মদীনা ফুড প্রোডাক্টস এন্ড মদীনা এন্টারপ্রাইজ’সহ ৪ ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতির পরিমান কোটি টাকার উপরে।
ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত দেড়টায় দেবীদ্বার পৌর এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে পান্নারপুল বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে। সংবাদ পেয়ে মুরাদনগর ফায়য়ার সার্ভিস স্ট্যাশনের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডে কুমিল্লার বিখ্যাত ‘মদীনা ফুড প্রোডাক্টস এন্ড মদীনা এন্টারপ্রাইজ’, ১টি সিএনজি অটো পার্সের দোকান, ১টি ফার্নিচারের দোকান ও ১টি সেলুনসহ মোট ৪ টি দোকান পুরে ছাঁই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ্য ব্যাবসায়িরা।
স্থানীয়রা জানান, রাত অনুমান দেড়টায় বাজারে দায়িত্বরত নৈশপ্রহরীরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ‘মদীনা ফুড প্রোডাক্টস এন্ড মদীনা এন্টারপ্রাইজ’এর ভেতরে অবস্থানরত শ্রমিক-কর্মচারিদের সজাগ করে বের করে নিয়ে আসেন। ওই বেকারীর অর্ধশতাধিক শ্রমিক কর্মচারী মধ্যে শুক্রবার ছুটি থাকায় ১৬ জন কর্মচারী বেকারীতে ঘুমিয়েছিলেন। স্থানীয়রা ধারনা করেন, মদীনা বেকারীর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
‘মদীনা ফুড প্রোডাক্টস এন্ড মদীনা এন্টারপ্রাইজ’এর স্বত্বাধিকার ইব্রাহীম খলিল জানান, অগ্নিকান্ডে কারখানার মেসিনারিজ, কাঁচামাল ও তৈরীকৃত মালামালসহ প্রায় ৮০ লক্ষাধিক টাকার মালামার পুড়ে ছাই হয়েগেছে। আমি এখন প্রায় নিঃস্ব। এ ব্যপারে থানায় সাধারন ডায়েরী করেছেন বলেও জানান। (ডায়েরী নং- ১৫৮, তারিখ- ০৪/০২/২০২৩ইং।
এবিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নুরুল হুদা বলেন, রাত দেড়টার সময় অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা ছাড়াবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে না অন্য কোন কারনে ঘটেছে তা তদন্ত শেষে বলা যাবে।

সংবাদ প্রকাশঃ ০৪০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

Print Friendly, PDF & Email