দেবীদ্বারে তৃতীয় দিনে ৮৭জন সহ গত ৩দিনে ২৮৪ জন মুক্তিযোদ্ধার যাচাই- বাছাই সম্পন্ন

সিটিভি নিউজ।।    এ,বি,এম আতিকুর রহমান বাশার  সংবাদদাতা জানান ===
দেবীদ্বার উপজেলার বেসামরিক গেজেটভূক্ত ৫২৩ জন বীর মুক্তিযোদ্ধার (যারা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেছেন) তালিকার যাচাই- বাছাইয়ের তৃতীয় দিনে, উপজেলা পরিষদ হল রোমে রোববার সকাল ১০টা (০১ জানুয়ারী) থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৮৭ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে। এর আগে গত শনিবার ১০৬ জন ও রোবার ৯১ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত তিনদিনে মোট ২৮৪ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে।
মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র প্রতিনিধি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবু তাহের জানান, ইতিমধ্যে জামুকার প্রেরিত ৫২৩ জনের তালিকায় ভারতীয় এবং লাল বইয়ে উল্লেখিত ১৮৩ জনকে সঠিক বলে যাচাই- বাছাই তালিকার বাহিরে রাখা হয়েছে। বাকী ৩৪০ জনের মধ্যে ২৮৪ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে। বাকী ৫৬ জনের আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে যাচাই- বাছাই করা হবে।

সংবাদ প্রকাশঃ  ১২০২১ইং  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ