দেবীদ্বারে এমপি- চেয়ারম্যানের দ্বন্দ্ব।। রিমান্ডে গুরুত্বপূর্ন তথ্য দিয়েছেন যুবদল নেতা আনিস মেম্বার

সিটিভি নিউজ।।  এবিএম আতিকুর রহমান বাশার,   দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//   ====কুমিল্লার দেবীদ্বারে পুজামন্ডপ পরিদর্শনে যাওয়া দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি বহরে হামলা ও গুলিবর্ষনের ঘটনায় অভিযোগে দায়ের করা মামলা জেলা গোয়েন্দা বিভাগে (ডিবিতে) হস্তান্তর করা হয়েছে। এদিকে এ মামলার গ্রেপ্তারকৃত ২নম্বর এজাহারনামীয় আসামি উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনিস মেম্বারকে এক দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন। এর আগে গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার এসআই মো. নাজমুল হোসেন তার সাতদিনের রিমান্ড চেয়ে একদিনের রিমান্ড পেয়েছিলেন। রিমান্ডের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা বিভাগে (ডিবি) তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হারুন মিয়া জানিয়েছেন, গত সোমবার (১১ অক্টোবর) বিকেলে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আদেশ হাতে পেয়েছেন তিনি।

এ পর্যন্ত মামলায় এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩ অক্টোবর রাতে পুজামন্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের গাড়ি বহরে হামলা, গুলিবর্ষণের ঘটনায় গত ৫ অক্টোবর রাত সাড়ে ৯টায় দেবীদ্বার থানায় উপজেলার আশরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৬, তাং- ০৫/১০/২০২২ইং।

এ মামলায় গ্রেফতার এজহারভুক্ত তালিকায় ২নং অভিযুক্ত আনিসুর রহমান (৪০)। এছাড়া উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নিয়েছেন ওই মামলায় এজহারভুক্ত আসামী উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেন, আমিনুল ইসলাম সুমন, জহির, ওমর ফারুক, জামিউর রহমান জামির, আহাম্মেদ শুভ, নিশান মিয়া ও নুরুনবী। এ মামলায় আরো অজ্ঞাত আসামী রয়েছেন ৪০-৫০ জন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা বিভাগে (ডিবি) এসআই মো. হারুন মিয়া বৃহস্পতিবার দুপুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একদিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ডে গুরত্বপূর্ন তথ্য পাওয়ায় এ আসামীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি যা আদালত মঞ্জুর করেছেন।

সংবাদ প্রকাশঃ  ১৩-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

 

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ