দেবিদ্বার উপজেলা উপ-নির্বাচন: সংঘর্ষের আশংকায় ভোটার উপস্থিতি কম

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি জানান ==
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। অনেক কেন্দ্র ভোটার শূণ্য।
রোববার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। উপজেলার রাজামেহের কেন্দ্র, ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বাগমারা ইসলামিয়া আলিম মাদ্রাসা,সাইচাপাড়া কেন্দ্রে সরেজমিন ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি খুবই কম। ১০/১২ জন ভোটার লাইনে দাড়িয়ে আছে। অনেক কেন্দ্রে এজেন্ট আর পুলিশ ছাড়া কেউ নেই। কয়েকটি কেন্দ্রে ভোটার  উপস্থিতি আছে বলে জানা গেছে।
কেন ভোটার উপস্থিতি কম এ বিষয়ে রাফেজা বেগম নামের এক ভোটার জানান, আমরা তো ভয় নিয়েই ভোট দিতে আসছি। যে গন্ডগোল কয়েকদিন ধরে হইছে। গন্ডগোলের ভয়েই মানুষ ভোট দিতে আসছে না।
বাগমারা ইসলামিয়া আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৭৩৭ জন। বেলা ১১ টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ১৬১টি। ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭২টি ভোট , রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৮ টি ভোট সংগ্রহ হয়েছে, যেখানে ভোটার সংখ্যা ৫ হাজারের অধিক।

সংবাদ প্রকাশঃ  ২৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ