দুবাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত ব্রাহ্মনপাড়ার খলিলের লাশ   চান্দলায় দাফন সম্পন্ন 

সিটিভি নিউজ।।     সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা)  প্রতিনিধি ।।
 সংযোক্ত আরব আমিরাতের দুবাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার  প্রবাসী   জামান উদ্দিন খলিল(৫২) এর লাশ গতকাল ৩০ জুন বুধবার দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে ।   এর আগে একই দিনে সকালে বিমানে করে  জামান উদ্দিন খলিলের  লাশ বাংলাদেশে আনা হয় এবং বাদ আসর উত্তর চান্দলা মাদ্রাসার সামনে জানাজা শেষে দাফন করা হয়। নিহত জামান উদ্দিন খলিল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধুপপুর ইউনিয়নের উত্তর চান্দলা গ্রামের সুবেদার মৃত কফিলউদ্দিনের ছেলে।
নিহতের  ভাই জালাল উদ্দিন জানান জীবিকার প্রয়োজনে ২৪ বছর পূর্বে সংযোক্ত আরব আমিরাতে দুবাই পাড়ি জমান আমার ভাই জামান উদ্দিন খলিল। গত  ২০১৯ সালে সর্বশেষ তিনি বাড়ি এসেছিলেন। সংযোক্ত আরব আমিরাতের দেইরা শহরে পার্টনারে পারফিউম ব্যবসা ছিল আমার ভাই জামান উদ্দিন খলিলের। ব্যবসায় অন্য পার্টনাররা হল সিলেটের জহির ও মিজান। ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণে গত ২২মে  আনুমানিক রাত ৮ টায় সন্ত্রাসীররা নৃশংস ভাবে পিটিয়ে তাকে আহত করে জামান উদ্দিন খলিলকে।  পরবর্তিতে ২৫মে  স্থানীয় একটি সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  নিহত জামান উদ্দিন খলিল স্ত্রী এবং  ৪ পুত্র সন্তানের জনক। এদিকে নিহতের লাশ দেশে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।সংবাদ প্রকাশঃ  ৩০২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ