দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার সিদ্ধান্ত কবি নজরুলের জন্মবার্ষিকী উদ্যাপনে প্রস্তুুতি সভা

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।

সিটিভি নিউজ।।     ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর  ====
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে ওই প্রস্তুুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, ২৫ মে বুধবার সকাল ১০টায় কবিতীর্থ দৌলতপুরে স্থাপিত কবি নজরুলের মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ, সাড়ে ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে নজরুল সঙ্গীত প্রতিযোগিতা, সকাল ১১টায় মুরাদনগর সেন্ট্রাল স্কুলে ‘নজরুল চেতনায় স্বাধীনতা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা। ২৭ মে শুক্রবার সাড়ে ৩টায় কবিতীর্থ দৌলতপুরের নজরুল মঞ্চে আলোচনা সভা, বিকাল ৫টায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিবৃন্দের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত নজরুল সঙ্গীত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। প্রধান আলোচক থাকবেন, ঢাকার কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন। সভাপতিত্ব করবেন, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। স্বাগত বক্তব্য রাখবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।

সংবাদ প্রকাশঃ  ১২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email