দুই হাজারের বেশি মাদরাসা শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় পূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন দুই হাজার ২০ জন শিক্ষককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে এই সহায়তা প্রদান করা হয়।জানা গেছে, জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট পাঁচ কোটি ৫ লাখ টাকা শিক্ষকদের অনুদান হিসেবে দেয়া হয়েছে।প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) অধীনে ‘দারুল আরকাম’ নামে এক হাজার ১০টি মাদরাসা প্রতিষ্ঠা করে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। বিরাজমান করোনা পরিস্থিতিতে উক্ত শিক্ষকদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে এ অনুদান দিলেন প্রধানমন্ত্রী।  উল্লেখ্য, দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ করছে সরকার।    সংবাদ প্রকাশঃ  ২১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email