দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ১ হাজার ৮৮২ জন

সিটিভি নিউজ।।  মোঃ নাজমুল ইসলাম নয়ন   দিনাজপুর জেলা প্রতিনিধি  === আজ থেকে সারা দেশের ন্যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ এস সি) পরীক্ষা। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ লাখ ১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। তবে গত বছরের চেয়ে এবার ১৩ হাজার ৯১৩ পরীক্ষার্থী কমেছে। করোনা ভাইরাসের কারনে এবারেও দেরিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান জানান, দিনাজপুরে শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় ৬’ শ ৭৪ টি কলেজ থেকে ২০২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারে ছাত্র পরীক্ষার্থী অংশ নিচ্ছে ৫১ হাজার ৩৩২ জন এবং ছাত্রী রয়েছে ৫০ হাজার ৫৬০ জন। সব মিলিয়ে পরীক্ষায় অংশগ্রহন করছে ১ লাখ ১ হাজার ৮৮২ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, প্রশ্নফাঁসসহ অসদ উপায় অবলম্বন রুখতে সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠ করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ম্যজিষ্ট্রেটের পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারী বাড়ানো হয়েছে।

সংবাদ প্রকাশঃ  ০৬-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ