দিনাজপুরে তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল

সিটিভি নিউজ।।    দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান = ======= দিনাজপুরে তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক মহাসড়ক থেকে হাজিপাড়া মুখী রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী গ্রামবাসীরা।

আজ শনিবার সকাল হাজিপাড়া মুখী রাস্তা বন্ধের পর থেকে রাস্তার মুখে দিনাজপুর সদরের সুন্দরবন ইউনিয়নের সদরপুর গ্রামের হাজী পাড়ার শতশত নারী পুরুষ শিশু বয়স্ক ব্যক্তিরা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন।

দিনাজপুর সদরের সুন্দরবন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এই গ্রামের কয়েক শত নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণ করা ব্যক্তিরা বলেন, প্রায় ৭০ থেকে ৮০ বছর আগ থেকে এই রাস্তা দিয়ে এই হাজী পাড়ার কয়েকশত গ্রামবাসী যাতায়াত করে আসছে। বর্তমানে তুলা উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ একটি এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা করছে।
তারা বলেন এই গ্রামের একমাত্র রাস্তা যা মহাসড়কের সাথে সংযুক্ত রয়েছে। এই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দিলে হাজী পাড়ার দুই শতাধিক পরিবার বের হতে পারবে না।
এই গ্রামের অসুস্থ বা আগুন এর কোন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে।

সংবাদ প্রকাশঃ  ০৮-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ