দিনাজপুরে গোয়েন্দা বিভাগের অভিযানে গাজা সহ ৭ মাদক ব্যবসায়ী আটক

সিটিভি নিউজ।।   দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ সমাজ থেকে মাদক নির্মূল করতে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে প্রতিনিয়ত অভিযান এর অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ বাজারে দিবাগত রাত ১২ টার দিকে গোয়েন্দা বিভাগের অভিযানিক দল ১ মন ২ কেজি গাজা, মাদক পাচারের সরবরাহ কাজে ব্যবহৃত ১টি ট্রাক ও কার সহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।

আটকৃতরা হলেন, (১)মোঃ কামরুল হাসান ২৭ পিতা মৃত জামাল হোসেন মাতা নুরজাহান বেগম গ্রাম কোল্লা পাথর, থানা কসবা জেলা বি-বাড়িয়া (২) ট্রাকের মালিক মোঃ আল আমিন ৩২ পিতা মোঃ মনু মিয়া, গ্রাম দক্ষিণ বিংলা বাড়ি থানা দেবিদ্বার জেলা কুমিল্লা (৩) মোঃ রমজান আলী ২৭ পিতা মোঃ মালন মিয়া মাতা মোর্শেদা বেগম গ্রাম কৌয়া পাথর থানা মুরাদনগর জেলা কুমিল্লা (৪) মোঃ সাইফুল ইসলাম ২৬ পিতা মোঃ তাজুল ইসলাম মাতা মোসাম্মৎ ইয়াসমিন গ্রাম ভবানীপুর থানা মুরাদনগর জেলা কুমিল্লা (৫) ট্রাক ড্রাইভার মোঃ এনামুল হক ২৪ পিতা মৃত আলী আহমদ মাতা কুলসুম গ্রাম রামনগর খানা বামন পাড়া জেলা কুমিল্লা (৬) মোঃ মারুফ হোসেন পুতুল পিতা মোঃ খোরশেদ আলম মাতা হালিমা বীরগঞ্জ পৌরসভা খানা বীরগঞ্জ জেলা দিনাজপুর (৭) ট্রাকের হেলপার মোঃ নাঈম হোসেন ২৫ মোঃ আলিম মাতা মসামদ পারভীন গ্রাম মরিচা কান্দা থানা দেবিদ্বার জেলা কুমিল্লা ।

মাদকবিরোধী অভিযান সফলতার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আব্দুল্লাহ আল মাসুম জানান, বিশ্বস্ত সূত্রে এবং তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে একটি ট্রাকে বড় একটি গাজার চালান আসবে সেই অভিযান নিয়ে আমরা বিভিন্ন কৌশল তৈরি করি এবং শহর অতিক্রমের পূর্বেই আমরা মাদক কারবারিদের গাজার চালানসহ আটক করি এবং ২১ টি পটলা যার পরিমাণ ১ মন ২ কেজি আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা , মাদকের সরবরাহ কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেট কার সহ ৭ জনকে আটক করা হয়েছে ।
তিনি আরো জানান, আটককৃত মাদকগুলো বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে আসছিলো এবং এই মাদকগুলো যে রিসিভ করতো তার বিরুদ্ধে পূর্বে মাদকের মামলা রয়েছে, আটককৃতদের চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বল তিনি জানান ।

সংবাদ প্রকাশঃ ০৪১০২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ