তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরলেন এমপি বাহার

সিটিভি নিউজ।।   সোমবার বেলা ৩টায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার ও সহধর্মিণী নারী নেত্রী মিসেস মেহেরুন্নেছা বাহার তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন।
গত ৪ ডিসেম্বর জারা ফাউন্ডেশন আয়োজিত দক্ষিণ ত্রিপুরা উদয়পুর রাজর্ষী মিলনায়তনে ভারতক-বাংলাদেশ বাউল উৎসব অনুষ্ঠানে যোগদান করেন তিনি, এসময় সাথে ছিলেন সহধর্মিণী নারী নেত্রী মিসেস মেহেরুন্নেছা বাহার। দক্ষিণ ত্রিপুরা উদয়পুর রাজর্ষী মিলনায়তনে ভারত-বাংলাদেশ বাউল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের কৃষি পর্যটন পরিবহন মন্ত্রী শ্রীযুক্ত প্রণজিৎ সিংহ রায় এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের জারা ফাউন্ডেশনের সেক্রেটারি মোসাহিদ আলী।বআগরতলায় নিয়োজিত বাংলাদেশের সহকারি হাই কমিশনার আরিফ  মোহাম্মদ ও ভারতের আগরতলা হাই কমিশনের প্রথম সচিব মোঃ আল আমীন। উল্লেখ শনিবার সকাল ১১টায় কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর সীমান্ত দিয়ে তিনি ভারত প্রবেশ করেন। সোমবার বিকেলে দেশে ফিরলে কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর এমপি বাহার এবং মেহেরুন্নেছা বাহারকে ফুলের শুভেচ্ছা জানান কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লা খোকন, জগন্নাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজু মোরশেদ, বিজিবির সদস্য সহ দলিয় নেতাকর্মীরা।

সংবাদ প্রকাশঃ  ০৬-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ