ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস মালিকরা ১০ মাসে বাসভাড়া বাড়িয়েছে প্রায় দ্বিগুণ

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান :== গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বাড়ার অজুহাতে গত ১০ মাসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসের ভাড়া প্রায় দ্বিগুণ বাড়িয়েছে সরকার দলীয় বাস মালিকরা। প্রতিটি বাসের ভাড়া ১০ মাসে বেড়েছে প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ। সোমবার (৮ আগস্ট) সরেজমিনে নগরীর বাস কাউন্টার, কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে যাত্রী ও বাস মালিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২১ সালের নভেম্বর মাসের ৭ নভেম্বরের আগে ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া ছিল বন্ধন ও উৎসব পরিবহন ৩৬ টাকা, শীতল পরিবহনে (এসি বাস) ৫৫ টাকা। পরে ৯ নভেম্বর সেটা বাড়িয়ে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া করা হয় ৪৫ টাকা আর শীতল পরিবহনে ৬৫ টাকা করা হয়েছে। তবে এ সময় ৩০ টাকা ভাড়ায় চলতো বিআরটিসির দ্বিতল বাস।
২০২২ সালের ৭ আগস্ট ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সবচেয়ে বেশি ব্যবহৃত বাস উৎসব ও বন্ধন তাদের ভাড়া টিকিট প্রতি বাড়িয়েছে ২০ টাকা করে। আগে ৪৫ টাকা ভাড়া হলেও এখন তা ৬৫ টাকা। এদিকে হিমাচল বাসের ভাড়া টিকিটপ্রতি ১০ টাকা বাড়িয়ে ৫৫ টাকায় বিক্রি করছে। অন্যদিকে শীতল পরিবহন তাদের ভাড়া টিকিটপ্রতি ১৫ টাকা বাড়িয়ে বিক্রি করছে ৮০ টাকা। টিকিটপ্রতি ১০ টাকা বেড়ে ৫০ টাকা টিকিট বিক্রি করছে বিআরটিসি বাস।
এ বিষয়ে শীতল পরিবহনের পরিচালক ইব্রাহিম চেঙ্গিস বলেন, আগে আমাদের প্রতিটি বাসের প্রয়োজন হতো ২০ লিটার তেল। এখন যানজট থাকায় লাগে ২৪ থেকে ২৮ লিটার তেল। তেলের দামের সঙ্গে মবিল, টায়ার, চাকা, পার্টস ও স্টাফদের বেতনও দিতে হয়। জ্বালানি মূল্য বাড়ায় আমাদের আগে ভাড়া আসতো ৭০ টাকা কিন্তু আমরা যাত্রীদের কথা বিবেচনা করে ৬৫ করেছিলাম। এবার প্রতি কিলোমিটার হিসাবে ভাড়া আসে ১০৪ টাকা আমরা ৮০ টাকা নির্ধারণ করেছি।

সংবাদ প্রকাশঃ  ০৮-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ