ডেঙ্গু প্রতিরোধে বুড়িচং থানা পুলিশের  উদ্যোগে চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা  অভিযান

সিটিভি নিউজ।।         সৌরভ মাহমুদ হারুন, সংবাদদাতা জানান ===  ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লার বুড়িচং
থানা পুলিশের উদ্যোগে থানার চত্বরে বেড়ে   উঠা অনাকাঙ্খিত আগাছা পরিস্কার   পরিচ্ছন্নতা অভিযান গতকাল ৭ সেপ্টেম্বর   অনুষ্ঠিত হয়। বুড়িচং থানার অফিসার   ইনচার্জ মো. আলমগীর হোসেনের
সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত   ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত)   মো. মাকসুদ আলম, এসআই বিনোদ   দস্তিদার, এসআই আ: আজিজ, এসআই   আবদুল্লাহ্, এএসআই ওয়াহিদুল   ইসলামসহ অন্যান্য পুলিশ ফোর্সগণ।   দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতার উক্ত   কার্যক্রমে থানা চত্বরে দীর্ঘদিন ধরে বেড়ে  উঠা আগাছা বিনষ্ট করা হয় যাতে অন্যান্য   দরকারী গাছ গাছালি সঠিকভাবে বেড়ে  উঠতে পারে। পাশাপাশি ডেঙ্গু ও সাধারণ মশা মাছির উপদ্রব যাতে বৃদ্ধি পেতে না   পারে সে লক্ষ্যে উক্ত পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। এছাড়া, মশার জীবানু সম্পূর্ণ ধ্বংশ করার জন্য থানার উদ্যোগে স্প্রে ছিটানোর পাশাপাশি  অন্যান্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ক্যাপশন:
 ডেঙ্গু প্রতিরোধে বুড়িচং থানা চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় অংশ গ্রহণ করেন ওসি মো. আলমগীর   হোসেন।সংবাদ প্রকাশঃ  ৮-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে অথবা লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ