ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির সাপ ধরাপড়েছে

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলায় ধরা পড়েছে ‘রেড কোরাল কুকরি’ নামের বিরল প্রজাতির একটি সাপ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে  ঠাকুরগাঁও জেলার  সদর উপজেলার ভুল্লী বড় বালিয়া থেকে সাপটি জীবিত ধরাপড়ার খবর পাওয়া গেছে।
জানা যায, রেড কোরাল কুকরি বিরল প্রজাতির একটি সাপ। উজ্জ্বল কমলা ও প্রবাল লাল বর্ণের এ প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ওলিগোডন খেরেনসিস (Oligodon Kheriennsis)। ১৯৩৬ সালে উত্তর প্রদেশের খেরি বিভাগের উত্তরাঞ্চল থেকে এই সাপ প্রথম দেখা যায়। উজ্জ্বল কমলা ও লাল প্রবাল বর্ণের এ সাপটি অত্যন্ত মোহনীয়। সাপটি মৃদু বিষধারী ও অত্যন্ত নিরীহ। এ সাপটি পৃথিবীর দুর্লভ সাপদের একটি। হিমালয়ের পাদদেশের দক্ষিণে ৫৫ আর পূর্ব-পশ্চিমে ৭০ কিলোমিটার এলাকায় এটি দেখা যায়। সাপটি নিশাচর এবং বেশির ভাগ সময় মাটির নিচে থাকে।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা বন্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা সাপটি ধরে আমাকে খবর দেন।
শুক্রবার সাপটিকে সেখান থেকে উদ্ধার করা হবে।’ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, সাপ ধরাপড়ার খবরটি শুনেছি।
বিরল প্রজাতির সাপটি সংরক্ষণের জন্য বন্য ও প্রাণী অধিদপ্তরকে বার্তা পাঠানো হয়েছে।
জানা যায়, বিরল প্রজাতির এ সাপটি খুব কম দেখা মেলে।সংবাদ প্রকাশঃ  ১৩-০২-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email